Top Menu

Advertisement

Sadikur Rahman
Sunday, September 20, 2015, September 20, 2015
Last Updated 2020-04-13T14:56:45Z
বাণিজ্য

স্কয়ার ফার্মার লভ্যাংশ অনুমোদন

Advertisement
শেয়ারধারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড।বুধবার রাজধানীর মহাখালী রাওয়া কনভেনশন হলে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, শেয়ার হোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী, কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক এম সেকেন্দার আলী এবং পরিচালক কবির রেজা।


স্কয়ার ফার্মার লভ্যাংশ অনুমোদন



বুধবার রাজধানীর মহাখালী রাওয়া কনভেনশন হলে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, শেয়ার হোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী, কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক এম সেকেন্দার আলী এবং পরিচালক কবির রেজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪-১৫ অর্থবছরে কোম্পানিটি মোট এক হাজার ১৮৪ কোটি ২০ লাখ টাকা মুনাফা করেছে।

এর মধ্যে সরকারের কোষাগারে কর দেওয়ার আগের মুনাফার পরিমাণ হচ্ছে ৭৫৯ কোটি ৬০ লাখ টাকা; কর পরিশোধের পর মুনাফার পরিমাণ ৫৭৭ কোটি ৪০ লাখ টাকা।

এছাড়া নিট বিক্রি ২৫ দশমিক ৩৬ শতাংশ এবং মুনাফা ৪২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০১৩-১৪ অর্থবছরে কোম্পানিটি সরকারকে ৬৩১ কোটি ৫০ লাখ টাকা কর দিয়েছিল।




বুধবার রাজধানীর মহাখালী রাওয়া কনভেনশন হলে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, শেয়ার হোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী, কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক এম সেকেন্দার আলী এবং পরিচালক কবির রেজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪-১৫ অর্থবছরে কোম্পানিটি মোট এক হাজার ১৮৪ কোটি ২০ লাখ টাকা মুনাফা করেছে।

এর মধ্যে সরকারের কোষাগারে কর দেওয়ার আগের মুনাফার পরিমাণ হচ্ছে ৭৫৯ কোটি ৬০ লাখ টাকা; কর পরিশোধের পর মুনাফার পরিমাণ ৫৭৭ কোটি ৪০ লাখ টাকা।

এছাড়া নিট বিক্রি ২৫ দশমিক ৩৬ শতাংশ এবং মুনাফা ৪২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০১৩-১৪ অর্থবছরে কোম্পানিটি সরকারকে ৬৩১ কোটি ৫০ লাখ টাকা কর দিয়েছিল।