Top Menu

Advertisement

Sadikur Rahman
Saturday, June 11, 2016, June 11, 2016
Last Updated 2020-04-13T14:56:45Z
ক্রিকেটখবর

বিসিবি এইচপির দায়িত্ব নিচ্ছেন মুস্তাফিজদের সহকারী কোচ

Advertisement
শুক্রবার ঢাকায় এসেছেন হেলমট। শনিবার বিসিবিতে সারা হয় চুক্তির আনুষ্ঠানিকতা। আপাতত তিন মাসের জন্য দায়িত্ব নিতে যাচ্ছেন ৪৪ বছর বয়সী কোচ। আসছে অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত এইচপি ইউনিট নিয়ে কাজ করবেন হেলমট।

তবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, হেলমটকে নিয়ে দীর্ঘমেয়াদী ভাবনা আছে বিসিবির।

“আমাদের এইচপি প্রোগ্রামের সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আমরা সাধারণত দিন ভিত্তিতে চুক্তি করি। কিন্তু উনাকে নিয়ে দীর্ঘমেয়াদি ভাবনা আছে। পারফরম্যান্স সন্তোষজনক হলে হয়ত দ্বিগুণ মেয়াদে নিয়োগ দেওয়া হতে পারে।”

বিসিবি এইচপির দায়িত্ব নিচ্ছেন মুস্তাফিজদের সহকারী কোচ

মেলবোর্নে জন্ম নেওয়া হেলমট শীর্ষ পর্যায়ে কখনও ক্রিকেট খেলতে পারেননি। মাত্র ২৫ বছর বয়সেই নাম লেখান কোচিংয়ে। অস্ট্রেলিয়ায় কেচিং করিয়েছেন বিভিন্ন দলে। তার কোচিংয়ে ভিক্টোরিয়া বুশরেঞ্জার্স তিন বার খেলেছে ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্টের ফাইনালে; শিরোপা জিতেছে একবার।

বিগ ব্যাশে টানা চার বছর ছিলেন মেলবোর্ন রেনিগেডসের দায়িত্বে। বর্তমানে সহকারী কোচ হোবার্ট হারিকেন্স দলে। আইপিএলে মুস্তাফিজের হায়দরাবাদে ছিলেন টম মুডির সহকারী। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো দলের তিনি প্রধান কোচ।

এছাড়া অস্ট্রেলিয়া ‘এ’ দলেও কিছু দিন ছিলেন প্রধান কোচ। সহকারী কোচ ছিলেন ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে।

বিসিবি এইচপির সবশেষ প্রোগ্রামে গত বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোচের দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের ম্যাল লয়।